Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
মথুরাপাড়া বাজার
বিস্তারিত

মথুরাপাড়া বাজার একটি পুরাতন বাজার । এই বাজার যমুনা নদীর ধারে অবিস্থত । সপ্তাহে রবি এবং বুধ বার এই দুই দিন হাট বার । রবি বারে বিশাল গরুর হাট বসে । সপ্তাহে দুই হাট বারেই ছাগল পাওয়া যায় । এই বাজারে যমুনা নদীর টাটকা মাছ পাওয়া যায় । এই বাজারে বগুড়া জেলার সিংঘ ভাগ মরিচ বেচা কেনা হয় । পা্টের জন্যও এই বাজারের বিশাল সুনাম রয়েছে । নদীর পাশ দিয়ে এই বাজার গড়ে উঠায় এখানে নৌকা পথে বাংলাদেশের যে কোন জায়গায় পণ্য আনা নেওয়ার ক্ষেত্রে কোন ধরনের সমস্যা হয় না । বাজারের পশ্চিম পাশ দিয়ে রয়েছে বড় পাকা রাস্তা ।